পিরোজপুরে পুলিশের উপরে হামলার মামলায় ৬১ নেতা-কর্মীর জামিন

পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ   ৩৮০ নেতা-কর্মীর  নামে পুলিশের দায়ের করা মামলায় ৬১ নেতা-কর্মীর জামিন দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (২৭জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের  সমন্বয় গঠিত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির উদ্যোগে  পালন করা পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপরে হামলার অভিযোগ করে  ওই দিন রাতে পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় ওই  মামলা দায়ের করেন। ওই মামলায়  জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর
হোসেন, কমিটির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপির  নামীয় ৮০ নেতা-কর্মী  ও ৩ শত জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়। ওই মামলায়  জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল, জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনিপির দুই যুগ্ম
আহ্বায়ক  সহ  ১৬ নেতাকে আটক করা হয়েছে। তারা পিরোজপুর জেলা কারাগারে বন্দি  রয়েছেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হেসেন বলেন, ওই দিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শান্তিপূর্ন কর্মসূচী হিসাবে পদযাত্র পালন কালে পুলিশ সেখানে থাকা বিএনপির নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা  করেন। এতে বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ উল্টো বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে পুলিশের উপর হামলার অভিযোগ করে একটি দায়ের মামলা করেন। মামলার পর পুলিশ বিএনপির নেতা-কর্মীদের   গ্রেপ্তারের জন্য বাড়িতে বাড়িতে  অভিযান চালান। আগামী আন্দোলন সংগ্রামকে দমন করতে
পুলিশ সারা দেশের ন্যায় আমাদের নামেও  এমন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করতে চাচ্ছেন। তবে এতে নেতা-কর্মীরা দমন হবে না।

মামলার আসামী জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য ও সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান সর্দার চাঁন বলেন, ওই দিন আমরা শান্তিপূর্ন ভাবে কর্মসূচী পালনের উদ্দেশ্যে পিরোজপুর শহরের ফায়ার সার্ভিসের দিকে আগ্রসর হলে পুলিশ আমাদের নেতা-কর্মীদের উপর হামলা
সহ পরে মিথ্যা মামলা দায়ের করেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার বলেন, পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে।জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সহ ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে আমাদের দমনের পরিবর্তে   নেতা-কর্মীদের মধ্যে সরকার পতনের আন্দোলনের গতি অরো চাঙ্গা হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »