বাংলাদেশ এখন মৎস্য সম্পদ উৎপাদনকারী প্রথম দেশগুলির কাতারে অবস্থান করছে-আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে যা অনেক দেশেই নেই কিন্তু এই সম্পদ আহরণ করার প্রযুক্তি এবং সরঞ্জাম ও অভিজ্ঞতা আমাদের নেই। একারণে আমরা এর ব্যবহার করতে পারি না। বর্তমানে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির কারণে বিশ্বব্যাপী প্রযুক্তি উদ্ভাবনের ফলে এই সম্পদ রক্ষা এবং আহরণে আমরা ভূমিকা রাখতে যাচ্ছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীকার ঘোষণার সময় চিন্তা করিছিলেন আমাদের কাছে চা, চামড়া, পাট ও মৎস্য সম্পদ রয়েছে যা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। আজ বাংলাদেশ মৎস্য সম্পদ উৎপাদনকারী প্রথম দেশগুলির কাতারে অবস্থান করছে। প্রতি বছর আমরা মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এই সম্পদের উন্নয়ন ও প্রসারের জন্য বর্তমান সরকার বিভিন্নমূখী পদক্ষেপ নিয়েছেন।

তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি এর পূর্বে বেলুন উড়িয়ে ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যানদ্বয় খান আরিফুর রহমান ও সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। .

অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সাধারণ মোঃ রফিকুল ইসলাম ও পুরুস্কার প্রাপ্ত মাছ চাষিদের মধ্যে সৈয়দ জাহাঙ্গির হোসেন বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলার প্লাবন ভূমিতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ৭জন মাছ চাষীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »