পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলুকে পিটিয়ে আহত করছে উপজেলার শ্রীরামকাঠী ইউপির সদস্য মো. তারিকুল ইসলাম সিন্টু।
সোমবার (২৪ জুলাই) উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে বসে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. তৌফিকুল ইসলাম দেলোয়ার জানান, ওই দিন সকাল সোয়া ১০টার দিকে ওই ইউপি সদস্য কর্তৃক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদকের উপর হামলার খবর পেয়ে সেখানে গিয়ে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ওই সাংবাদিক জানান, ওই দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের যাই। কর্মসূচীর কিছু আগে সেখানে বসে ওই মেম্বারের সাথে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সে চেয়ার দিয়ে হামলা করেন।
তিনি আরো জানান, ওই মেম্বার গত ২০০৮ সালের দিকে একটি গন ধর্ষন মামলার আসামী ছিলেন। তখন এ নিয়ে নিউজ করায় সে থেকে তিনি ওই সংবাদ কর্মীর উপর ক্ষিপ্ত ছিলেন।
এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস