ভোলা দক্ষিণ প্রতিনিধি: সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন, রেঞ্জ কর্মকর্তা আশীষ কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস