জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ রোববার (২৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ইতিপূর্বে গত বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুলল মোমেন জানান, ২৩ জুলাই ইতালি যাবেন প্রধানমন্ত্রী, ২৬ তারিখ সকালে ঢাকায় ফেরত আসতে রোম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সফরে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হবে ইতালি ও বাংলাদেশ সরকারের মধ্যে।
পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, বিকল্প উৎস হিসেবে ইউরোপ থেকেও জ্বালানি আমদানির কথা ভাবছে বাংলাদেশ। পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও জানান মন্ত্রী।
এই সম্মেলনে অংশগ্রহণকালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণ সংবর্ধনা দেবে ইতালি আওয়ামী লীগ: ইতালির রাজধানী রোম থেকে বিডি নিউজ ইউরোপ- জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণ সংবর্ধনা দেবে ইতালি আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছে ইতালি আওয়ামী লীগ।
নেতৃবৃন্দরা মাহতাব আলমগীরের নেতৃত্বে এবারে শেখ হাসিনার গণ সংবর্ধনা ঐতিহাসিকভাবে ইউরোপে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান।
মাহতাব ও আলমগীরের নেতৃত্বেই ২৫ জুলাই রোমে অনুষ্ঠিতব্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ইতালি আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য এই আয়োজনের প্রস্তুতি সভাতে একথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া।
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পরিচালনায় প্রস্তুতি সভায় বর্ণাঢ্য ঐ গণ সংবর্ধনা কে সফল করতে বিভিন্ন কার্যক্রম গুলো তুলে ধরেন নেতৃবৃন্দরা। বিশেষ করে দলীয় শৃঙ্খলা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন “গণ সংবর্ধনা টিকে সমগ্র ইউরোপে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান তারা, অনুষ্ঠানটি হোটেল পার্কো দ্যি প্রিন্সিপালের বল রুমে অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বঙ্গবন্ধুর সৈনিকরা অংশ গ্রহণ করবেন।
এই সময় আরো বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ খান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা কিবরিয়া সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কবির আহমেদ/ইবিটাইমস