ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের নতুন কলা বাগান এলাকায় মধ্যযুগীয় কায়দায় একটি গরিব পরিবারের উপরে তিন দিন ধরে নির্যাতন চালিয়েছে প্রতিবেশী রাসেল হাওলাদার। সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।
রাসেল হাওলাদারের মোবাইল নেশাগ্রস্থ অবস্থায় একটি অনুষ্ঠান চলাকালে ছাদ থেকে নিচে পরে যায়। একই এলাকার রাধা রানী একই এলাকার গরিব বলাই কর্মকারের পরিবার এই মোবাইল পেয়ে লুকিয়ে রেখেছে সন্দেহ করে রবি ও সোমবার দুদিন বলাই কর্মকারের বাসায় এসে বলাই কর্মকার(৫৫), তার স্ত্রী রাধা রানী(৪৮) ও কন্যা সুর্বণা কর্মকার(১২) কে সকাল বিকাল ও রাতে এতে পাথারি মারপিট করেছে। মঙ্গলবার রাত ১টায় রাসেল এদেরকে তার হেফাজতে তুলে নিয়ে নির্দয় ও নির্মমভাবে পিটিয়েছে।
রাধা রানী অভিযোগ বলেন, তাকে শরীরের কাপর তুলে শরীরের উরু নিতম্বে ও যৌনাঙ্গে আঘাত করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক জানতে পেরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।
এ ঘটনার সময় রাসেল স্ব-পরিবারে বাসায় তালা দিয়ে আত্ম গোপন করেছে। রাসেল এ এলাকার সোহরাব হাওলাদারের পুত্র।
আরও জানা গেছে, রাসেলের বাসায় রাধা রানী দেড় মাসের মতো কাজের লোক হিসেবে কাজ করেছে। কিন্তু তার দুর্ববহারে কারণে সে কাজ ছেড়ে দেয়। এ কারণেই রাসেলের মোবাইল ইস্যুকে কেন্দ্র করে নির্যাতনে স্টিম রোলার রাধা রানীর উপর চালানো হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস