ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাঁচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মাদকদ্রব্যের অবব্যবহার ও অবৈধ পাঁচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও মাধক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের হয় এবং জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের নেতৃত্বে র‍্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু বিশেষ অতিথি ছিলেন। সভাপত্বি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন সিভলী।

অন্যদের মধ্যে জেলা মাদম নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক রিফাত শিকদার ও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল কাইউম বক্তব্য রাখেন।

এ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় ৭টি গ্রুপের বিজয়ী ২১ জনকে পুরুস্কার প্রদান করা হয়।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »