ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭জন নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ থেকে ৩২জন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে ও কয়েকজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ৭জন শিশু ও ৪জন নারী রয়েছে।
শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি সদর উপজেলায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। বাসটি পুকুরের পানিতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় নিহতরা পানিতে ডুবেই মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।
দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় মোঃ আল আমীন (২৬) নামে ফায়ার ফাইটার উদ্ধারকারী আহত হয়েছে। নিহতদের সবার পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি। তবে নিহতদের মধ্যে তারিক (৫৫), একই এলাকার আঃ ছালাম মোল্লা (৫০), শাহীন মোল্লা (৩০), আব্দুল্লাহ (৭) পূর্ব ভান্ডারিয়া এলাকার সুমাইয়া (৫) নিহত হয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চালক গাড়ি চালানোর সময় কথা বলছিলেন করছিলেন।
যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৭০জন যাত্রী নিয়ে বাসটি সকাল ৯ টায় ভান্ডারিয়া বাসস্টান্ড থেকে ছেড়ে আসে।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »