২০২৩ সালে বিশ্বের শক্তিশালী পার্সপোটের তালিকায় অস্ট্রিয়া তৃতীয় স্থানে

এ বছর দীর্ঘ পাঁচ বছর যাবত প্রথমে থাকা জাপানকে সরিয়ে সিঙ্গাপুরের প্রথম স্থান। বাংলাদেশের অবস্থান ৯৬তম

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন ভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসিক উপদেষ্টা সংস্থা হেনলে এন্ড পার্টনার্স প্রতি বছরের ন্যায় ২০২৩ সালের শক্তিশালী পার্সপোটের দেশের নাম প্রকাশ করেছে। এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পার্সপোটের তালিকায় জাপানকে পিছনে ফেলে শীর্ষ স্থান পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ দেশ সিঙ্গাপুর। তালিকায় আরও কয়েকটি দেশের সাথে মিলে অস্ট্রিয়া তৃতীয় স্থানে উঠে এসেছে। আর এবার বাংলাদেশের স্থান ৯৬তম এবং যুক্তরাষ্ট্র
অষ্টম স্থানে।

ভিসা ছাড়া শুধু পাসপোর্টেই কোন দেশের নাগরিকেরা বিশ্বের কতগুলো দেশে ঘুরতে পারবে, তার ওপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’।

নাগরিকত্বের অন্যতম প্রধান পরিচয়পত্র হল পাসপোর্ট। দেশের অভ্যন্তরে এই পরিচয়পত্রটি খুব একটা প্রয়োজন না পড়লেও এক দেশ থেকে অন্য দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না। এক একটি দেশে ভ্রমণের নিয়ম এক এক রকম। আবার কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট দেখানোর প্রয়োজন পড়লেও ভিসার প্রয়োজন হয় না। আবার কয়েকটি দেশে ঘুরতে গেলে তৎক্ষণাৎ ‘ভিসা- অন- অ্যারাইভ্যাল’-এর সুবিধাও দেওয়া হয়।

এই সব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্ট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন’- এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’।

এর ফলে এসব দেশের নাগরিকেরা কী কী সুবিধা পাবেন?

সিঙ্গাপুরের নাগরিকেরা এ বার থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২২৭টি দ্রষ্টব্যের মধ্যে ১৯৩টিতে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন বলে জানিয়েছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। পাসপোর্টের প্রাপ্ত স্থান অনুযায়ী বিশ্বের কতগুলি জায়গায় ঘুরতে পারবেন তা-ও নির্ধারিত হয়।

সিঙ্গাপুরের পর তালিকার প্রথম দশে আর কোন কোন দেশ রয়েছে?

■ একটানা পাঁচ বছর জাপান শীর্ষস্থানে থাকার পর ২০২৩ সালে সেই স্থান অধিকার করে ফেলেছে সিঙ্গাপুর।

■ দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেন।

■ তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, সাউথ কোরিয়া এবং সুইডেন।

■ চতুর্থ স্থানাধিকারী ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য (UK)।

■ পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, চেক রিপাবলিক, মাল্টা, নিউ জ়িল্যান্ড, নরওয়ে, পর্তুগাল এবং
সুইজারল্যান্ড।

■ অস্ট্রেলিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

■ সপ্তম স্থানে রয়েছে কানাডা এবং গ্রিস।

■ লিথুয়ানিয়া এবং আমেরিকা রয়েছে অষ্টম স্থানে।

■ নবম স্থান অধিকার করেছে লাতভিয়া,স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া।

■ দশম স্থানে রয়েছে এস্টোনিয়া এবং আইসল্যান্ড।

এবছরের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এই দেশের পার্সপোটের অবস্থান ৫৭তম। এরপর আছে ভুটান ৮৪, ভারত ৮৫, শ্রীলঙ্কা ৯৫ এবং বাংলাদেশ ৯৬তম স্থানে।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »