অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতে সাইপ্রাসের নতুন কৌশল

পুনর্বাসন প্রকল্প থেকে বাদ পড়ছে সাইপ্রাসের নতুন আশ্রয়প্রার্থীরা

ইউরোপ ডেস্কঃ অভিবাসন বিষয়ক ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে,অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতে নতুন কৌশল নিয়েছে সাইপ্রাস৷ নতুন আশ্রয়প্রার্থীদের আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে পুনর্বাসনের সুযোগ দেবে না দেশটি৷

সাইপ্রাসের আশ্রয়প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে স্থানান্তর করে পুনর্বাসিত করা হতো৷ গত বুধবার (১৯ জুলাই) সাইপ্রাস জানিয়েছে, এই ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এবং অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতেই আশ্রয়প্রার্থীদের আর স্থানান্তরের সুযোগ দেবেন না তারা৷ ফলে পুনর্বাসন প্রকল্প থেকে বাদ পড়ছেন দেশটিতে আসা নতুন আশ্রয়প্রার্থীরা৷

কৌশলগতভাবে তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত সাইপ্রাস সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসন সামাল দিতে হিমশিম খাচ্ছে ৷

ইউরোপীয় ইউনিয়নের ঝোঝা ভাগাভাগির একটি প্রকল্পের আওতায় সাইপ্রাস গত ডিসেম্বরে ফ্রান্স, জার্মানি, বুলগেরিয়া এবং রোমানিয়াসহ অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোতে স্বল্প সংখ্যক আশ্রয়প্রার্থীদের পুনর্বাসিত করে সাইপ্রাস ৷

সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পের আওতায় আশ্রয়প্রার্থীদের পুনর্বাসন বন্ধ করলে তা সাইপ্রাসে অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করবে৷ যারা আন্তর্জাতিক সুরক্ষা চাইছেন এবং যারা এ বছরের জানুয়ারি থেকে সাইপ্রাসে এসেছেন তাদের জন্য এ বিধানটি কার্যকর হবে বলে জানিয়েছে সরকার৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই নীতির উদ্দেশ্য হল, পুনর্বাসন কর্মসূচির সুযোগ নিয়ে যারা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে যেতে সাইপ্রাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে, তাদেরকে থামানো এবং অনিয়মিত অভিবাসনকে নিয়ন্ত্রণ করা৷’’জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCCR) জানিয়েছে, চলতি বছরের মে পর্যন্ত চার হাজার ৮২৮টি আশ্রয় আবেদন জমা পড়েছে সাইপ্রাসে৷ আর ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ২১ হাজার ৫৬৫৷

২০২৩ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসীদের আগমন কমে এলেও, সিরিয়া থেকে সমুদ্র পথে অভিবাসন প্রত্যাশীদের আগমন বাড়ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

তথ্যসূত্র: রয়টার্স, ইনফোমাইগ্র্যান্টস

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »