নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা, বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিশনের একটি কারিগরি দল আগামী ১৮ ও ১৯ জুলাই ইসির সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আরো আলোচনা করবেন।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বৈঠককালে ইইউ মিশনের সদস্যরা আগামী নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের জানতে চেয়েছেন।

ইইউ প্রতিনিধিদলের নেতা রিকার্ডো বলেছেন, “নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করতে তারা ঢাকায় রয়েছেন। ইইউ উচ্চ প্রতিনিধির জন্য একটি বিশ্লেষণ প্রস্তুত করা হচ্ছে। সেই বিশ্লেষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে, বাংলাদেশে একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হবে কি না।”

সিইসি হাবিবুল আউয়াল জানিয়েছেন যে ইইউ প্রতিনিধি দলের নেতার সঙ্গে তিনি একমত। এর বাইরে তিনি কোনো মন্তব্য করেননি। ইইউ মিশনের প্রতিনিধিরা জানান, নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ণ মিশনের মূল উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ‘পরামর্শযোগ্যতা, উপযোগিতা ও সম্ভাব্যতা ‘ মূল্যায়ন করা। উল্লেখ্য যে ইইউ মিশন আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »