ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তেলবাহী জাহাজ দুর্ঘটনা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝলকাঠির ৪টি উপজেলা নিয়ে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। বিগত ১মাসে (জনু) জেলায় ৫৭টি ৫৭টি মামলা দায়ের হয়েছে।

রবিবার জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে জেলা প্রাশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ মামুন সিবলীসহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জ্বালানী তেলবাহী জাহাজ সাগর নন্দিনীর দুই দফা অগ্নিকান্ডে ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী কর্মতৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাত দিন মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে কমিটির পক্ষ থেকে সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জেলা প্রশাসক ফায়ার সার্ভিস অকুতোভয় ফায়ার ফাইটারদের জীবনের ঝঁুকি বাজি রেখে দিনরাত কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝালকাঠির এ অনাকাঙ্খিত ঘটনা প্রধানমন্ত্রী সার্বক্ষনিক খোঁজ খবর রেখেছে । খনিজ ও জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব,জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুসহ ফায়ার সার্ভিসের পরিচালক, পদ্মা পেট্রোটিয়াম কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ জাহাজ থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা করলেও কি পরিমান জ্বালানী পুরেছে তার সঠিক ব্যাখ্যা পদ্মা ডিপো প্রদান করেনি।

তারা জেলা প্রশাসকের কাছে সাগর নন্দিনী-২ জাহাজে আসা ৬ লক্ষ ৭৬ হাজার ৮৪৪ লিটার ডিজেল ও ৪ লক্ষ ৬ হাজার ২৪৯লি পেট্টোল ছিল এর মধ্যে ৫ লক্ষ ৫৮ হাজার ২১২ লিটার ডিজেল পদ্মা ডিপো প্রথম দিনের ঘটনার পরে খালাশ করতে সক্ষম হয়। দ্বিতীয় ঘটনার পূবে এই জাহাজ ২৫ হাজার ৩৩ লিটার পেট্টেল উত্তোলন করতে পেরেছিল। অবশিষ্ট জ্বালানী সারা রাত আগুনে পুড়েছে কিন্তু স্পস্ট ভাবে কি পরিমান জ্বালানী পুড়েছে ও পানি মিশ্রিত এবং ফম ক্যামিকেল দ্বারা ক্ষতি হয়েছে সে তথ্য না থাকায় রবিবারে মধ্যে পদ্মা ডিপোকে লিখিতভাবে তথ্য দিতে বলা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »