তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, “ইউক্রেন যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই”
আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৭ জুলাই) তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তুর্কি নেতা উপরোক্ত মন্তব্য করেন। তবে এরদোগান এও বলেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে “উভয় পক্ষের” উচিত “শান্তি আলোচনায় ফিরে আসা”।
এরদোগান আরও ঘোষণা করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি, ২০২২ -এ ইউক্রেনের বিরুদ্ধে তার দেশের আগ্রাসনের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আগস্টে তুরস্ক সফর করবেন। এরদোগানের মতে, পুতিনের সাথে আলোচনা ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও রয়েছে, যা আগামী ১৭ জুলাই শেষ হবে।
এরদোগান বলেন, শস্য চুক্তির বিষয়ে তিনি জেলেন্সকির সঙ্গে কথা বলেছেন। “আমরা আশা করি চুক্তিটি প্রতি দুই মাসে নয়, প্রতি তিন মাসে অন্তত একবার নবায়ন করা হবে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব এবং মোট মেয়াদ দুই বছর বাড়ানোর চেষ্টা করব,” এরদোগান ব্ল্যাক সি গ্রেইন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জেলেনস্কির সাথে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন।
শস্য নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে চান এরদোগান ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মের খবরে শনিবার সকালে এরদোগান বলেন, “আমি নিশ্চিত যে সমস্ত আগ্রহী পক্ষ, বৈশ্বিক দায়িত্ব সম্পর্কে সচেতন, এই অর্থে কাজ করবে।”
এরদোগান আরও বলেছেন যে, এই চুক্তিটি আগামী মাসে পুতিনের সাথে তার বৈঠকের আলোচ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। দুই রাষ্ট্রনায়ক বন্দি বিনিময় নিয়েও আলোচনা করেছেন। এরদোগান জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে তিনি পুতিনের সাথে ফোনে বিষয়টি উত্থাপন করবেন।
কবির আহমেদ/ইবিটাইমস