ঝালকাঠি প্রেসক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পৌর সভার ৪নং ওয়ার্ডের সড়কের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে এবং স্তুপ আকারে বর্য থাকা অপসারণ ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখার নাগরিক সমস্যা সম্মিলিত উদ্যোগে সমাধান বিষয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইয়াং লিডাব ফেলোশীপ প্রোগ্রামের ২২তম ব্যাচের ৩জন ৩টি রাজনৈতিক দলের কর্মী একত্রিত হয়ে স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সম্পৃক্ত করে এই সফলতা অর্জন করেছে এবং এই উদ্যোগ আরও সম্প্রসারণের জন্যই এই সংবাদ সম্মেলন।

আয়োজকদের বক্তব্য রাজনৈতিকভাবে ভিন্নমতাদর্শ থাকলেও সমাজিক উদ্যোগ একত্রে নিয়ে কাজ করা যায় তারই দৃষ্টান্ত তুলে ধরেছেন তারা। এই উদ্যোগকারী টিমে ছিলেন বিএনপি মনোনিত রাজনৈতিক ফেলো এ্যাড. আনিছুর রহমান খান, আওয়ামী লীগ মনোনিত রাজনৈতিক ফেলো মিসেস উম্মে ছালমা ও জাতীয় পার্টির রাজনৈতিক ফেলো মেহেবুবা আক্তার চম্পা।

অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »