ঝালকাঠিতে জনসংখ্যা দিবসকে সামনে রেখে এডভোকেসি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯-১১ জুলাই পর্যন্ত ৩দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভাকক্ষে এ্যাডভোকেসি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, সহকারী পরিচালক সুখলাল বৈদ্য, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিবল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সৌরেন্দ নাথ সাহা, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও শেখের হাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শামীম আহম্মেদ। জন্ম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার রাখার জন্য সভায় ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে ১০জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া সদর উপজেলা পর্যায়ে ৫জন নলছিটি উপজেলায় ৬জন কাঠালিয়া উপজেলায় ৩জন ও রাজাপুর উপজেলায় ৪জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। জেলায় ১ লক্ষ ১৯ হাজার ৪১৮ জন স্বক্ষম দম্পত্তি রয়েছে এবং তাদের মধ্যে ৯০ হাজর ২৫জন বিভিন্ন ধরণের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »