স্পেশাল প্রতিনিধি ইতালি: ইতালি ভেনিসের জলকন্যা খ্যাত নগরীর এস্ত্রায় প্রজন্ম সংগঠনের উদ্যোগে গ্রীষ্মকালীন মিলন মেলা ঈদ পূর্ণমিলনী গ্রিল পার্টি ও শিশুদের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
এস্ত্রা প্রজন্ম একটি অরাজনৈতিক সংগঠন। দীর্ঘ ১৪ বছর যাবত সংগঠনটি বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের মূল কাজ হচ্ছে বাংলাদেশীদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজ খুঁজে দেয়া এবং অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতা করা ও বাংলাদেশের জাতীয় প্রোগ্রাম গুলোকে পালন করে থাকে যাতে করে তরুণ প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি কালচার শিখতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতালি’র ভেনিস, পাদোভা সহ বিভিন্ন সহর হতে আসা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেত্রী বিন্দুগন। প্রজন্ম এস্ত্রা সভাপতি এমডি মহিউদ্দিন মহি ঝন্টু আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস