ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পদ্মা-মেঘনা পেট্টোলিয়াম ডিপো সংলগ্ন সুগন্ধা নদীতে ওটি সাগার নন্দিনী-২ এর অঙ্গিকান্ডের পর নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জাহাজের গ্রীজারম্যান আব্দুস সালাম হৃদয়(২৭) এর মৃতদেহ দুর্ঘটনার প্রায় ২৩ঘন্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার বেলা ৩টায় জাহাজের ২য় ইঞ্জিনরুমের কর্নার থেকে দগ্ধ লাশ উদ্ধার হয়েছে। শনিবার বেলা ২টায় ইঞ্জিন রুমের ভিতরে ব্লাস্ট হয়ে জাহাজের মাস্টার ব্রিজসহ দ্বিতীয় তলা উরে নদীতে পরে যায়। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে তারা বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হচ্ছেন হৃদয়(২৮), ইকবাল হোসেন(২৭), ফরিদুল পাটোয়ারী(৫০) ও শাকিল(২৮) এবং বাবুর্চি বেলায়েত অক্ষত অবস্থায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন সুপারভাইজার বেলাল, মাস্টার সরোয়ার, ড্রাইভার রুহুল আমিন ও আকম খান। উ
দ্ধারকৃত আব্দুস সালাম হৃদয়ের মরদেহ সনাক্ত করেছেন তার মামা শফিকুল ইসলাম । নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অভিযোগ পদ্মা তেল কোম্পানি গুরুত্ব দিয়ে তেল অপসারন করে নিয়েছে কিন্তু তেমন কোন গুরুত্ব দিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান পরিচালনা হচ্ছে না।
দুঘর্টনার কবলিত জাহাজ সাগর নন্দিনী-২ এর কর্তৃপক্ষ মাহাবুবুর রহমান জানান জাহাজটিতে ১৩জন স্টাফ কর্মরত ছিল। ঈদের কারণে কয়েকজন ছুটিতে ছিলো। এই ঘটনার পর থেকে এক পর্যায়ে জাহাজে ইঞ্জিন রুমে পানি প্রবেশ করে ১১ লক্ষ লিটার পেট্টোল ও ডিজেল বহনকারী জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পদ্মা পেট্টোলিয়াম কর্পোরেশন অন্য দুটো জ্বালানীবাহী জাহাজ দিয়ে জ্বালানী অপসারণ করে ডিপোতে নিয়ে আসে এবং জ্বালানীর কোন ক্ষতি হয়নি বলে জানান পদ্মা পেট্টেলিয়াম কর্পোরেশনের এমডি মাসুদুর রহমান।
তিনি আরও জানান এই ঘটনার তদন্তে জিএম আব্দুস সোবাহানের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে নিখোঁজদের সন্ধ্যানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, ঝালকাঠি জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করছে বলে জানান কোস্ট গার্ডে অভিযান পরিচালনাকারী লে. সাফায়েত আরবার। তিনি আরও জানান আজকে উদ্ধার হওয়া মৃতদেহের তথ্য।
তিনি আরও দাবী করেছেন জাহাজের মাস্টার ব্রিজসহ অন্য কেবিনের অংশ ব্লাস্টের কারণে আকৃতি বিক্রিত হয়ে ঝুকিপূর্ন অবস্থায় নিম্মজিত আছে; সেখানে স্রতের কারণে দু বার ড্রাইভ দিয়েও দক্ষ ডুবোরিদল ভিতরে প্রবেশ করতে পারে নাই।
এদিকে ট্যংকার দুর্ঘটনায় নিহতদের সন্ধ্যানে উদ্ধারকারী জাহাজ “নির্ভিক” ঝালকাঠির সুগন্ধায় এসে পৌছেছে
বরিশাল বিভাগীয় পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচএম রাশেদুল জানান, শংঙ্কা থাকলেও জাহাজ থেকে কোন তেল নির্গত হয় নি। এবং সে কারণে এক্ষেত্রে পরিবেশের জন্য কোন হুমকি নেই।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এই ঘটনার পর থেকে সার্বক্ষনিকভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং এবং প্রয়োজনীয় বিষয় ব্যবস্থা নিচ্ছেন।
বাধন রায়/ইবিটাইমস