জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উ‌দ্যো‌গে কুরবানীর গোস্ত বিতরণ

সি‌লেট প্রতিনিধিঃ ঈদে টানা তিন দিন যাবত এক‌যো‌গে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মোগলাবাজার, খ‌া‌লেরমুখ, দাউদপুর, রেঙ্গা হাজীগঞ্জ, কটালপুর, দীনপুর, ইনাতআলীপুর ও সি‌লেট শহ‌রের রায় নগর, পীর মহল্লা সহ বি‌ভিন্ন স্থা‌নে ৪৫টি গরু, ১১০টি ছাগল কোরবানীর ক‌রে অসহায় দরিদ্র (৩০০০) তিন হাজার পরিবারের মা‌ঝে গোস্ত বিতরণ করা হয়।

‌বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন লন্ডন প্রবা‌সি ট্রাস্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও ট্রাস্টের চেয়ারপারসন রোটা‌রিয়ান রাবেয়া তাহেরা মজিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি‌শেষ অ‌তি‌থি অ‌ভি‌নেতা সা‌হেদ মোশারফ (কটাই মিয়া), ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হিরন মিয়া, মইনুল ইসলাম মঞ্জু, আব্দুল মোমিন, মোঃ শাহাব উদ্দিন শিহাব, মোঃ শ‌হিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমরান, শাহজাহান মিয়া, সো‌য়েব আহমদ, শ‌াকিল মাহমুদ মঈন সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।
আলহাজ্ব আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও রাবেয়া তাহেরা মজিদ এর গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব‌্যক্ত ক‌রেন।

শ‌হিদুল ইসলাম/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »