মোহাম্মাদ উল্লাহ সোহেল, স্পেশাল প্রতিনিধি ইতালি: শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। বিশ্বের বিভিন্ন দেশ হতে আসা পর্যটকদের পাশাপাশি ইতালির বিভিন্ন শহর হতে ঘুরতে আসেন পর্যটকরা।
ভেনিসের অপরুপ সৌন্দর্য দেখতে আসেন প্রবাসী বাংলাদেশীরাও। পানির উপরে নির্মিত ইমারত ও বিভিন্ন দীপে গড়ে ওঠা ভাস্কর্য , নৌকায় ও বোটে করে অপরুপ সৌন্দর্য দেখতে বনভোজনে আসেন অনেকে। তাইতো বোলজানোর মেরানো হতে এক দল বাংলাদেশী বনভোজনে চলে আসেন ভেনিস দর্শনে। মেস্রে র একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার শেষে ভেনিসের সৌন্দর্য দেখতে বেরিয়ে পরেন সকলে। পিয়াচ্ছা লে রোমা, রিয়ালতো, পিয়াচ্ছা সান মার্কো , জার্দিনো সহ বিভিন্ন স্হান ঘুরে দেখেন সকলে। বনভোজনে আসা নারী, পুরুষ ও শিশুরা আনন্দে মেতে উঠেন ভেনিসের সৌন্দর্য দেখে। দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সকলের ভেনিস দর্শন ও আনন্দ ।
সে সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মহসিন সরকার. আনোয়ার হোসেন. নাহিদ আহমেদ. আব্দুল কাদের. কবি র হোসেন. স্বপন আজিজ. মোঃ রতন সহ অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশী।
ভেনিস/ইবিটাইমস