আশ্রয়নীতি নিয়ে ইইউর কাছে স্পষ্ট বার্তা চায় ইতালি ও অস্ট্রিয়া

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সাথে নিয়ে একত্রে ইইউতে একটি “দৃষ্টান্ত পরিবর্তন” আনতে চান

ইউরোপ ডেস্কঃ চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে৷ সেখানে আশ্রয় ইস্যুতে জোটের নীতিমালা কেমন হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দাবি করেছে দুই সদস্য রাষ্ট্র ইতালি ওবং অস্ট্রিয়া৷

ইউরোপের দেশগুলোতে অবৈধ আভিবাসন নিয়ে অনেক দিন ধরেই সরব এই প্রতিবেশী দুই দেশ৷ সর্বশেষ অস্ট্রিয়াতে অনুষ্ঠিত “ইউরোপ ফোরাম ভাখাউ” সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের বলেন, ‘‘অবৈধ অভিবাসন থামানোর এই সংগ্রামে তারা একে অপরের সহযোগী৷’’

তার আগে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন নীতি প্রস্তাব করে ইউরোপের দেশগুলো৷ প্রস্তাবিত নীতিতে অভিবাসনপত্যাশীদের জোটের বিভিন্ন দেশে স্থানান্তরের কথা বলা হয়৷ কোনো দেশ অভিবাসনপ্রত্যাশী নিতে না চাইলে জনপ্রতি ২০ হাজার ইউরো করে দেওয়ার কথা বলা হয়৷ চলতি সপ্তাহে ইইউ সম্মেলনে প্রস্তাবিত এই নীতিটি উত্থাপনের কথা রয়েছে৷

আগামী ২৯ ও ৩০ জুন অনুষ্ঠিত হবে এই সম্মেলন৷ ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে জোটের ২৭ দেশের নেতারা অংশ নেবেন৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর নেহামের বলেন, ‘‘ইউরোপের আশ্রয় প্রক্রিয়া ব্যর্থ হয়েছে৷ কথা বলার পরিবর্তে এখন তাদের কাজে নেমে পড়া দরকার৷’’ আর ইতালির প্রথানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘‘আশ্রয় ইস্যুতে সম্মেলন থেকে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসতে হবে ’’।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »