তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম – ঈদ মোবারক
ইউরোপ ডেস্কঃ বুধবার (২৮ জুন) অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এই মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে খুতবা দেয়া হবে আরবীতে এবং দ্বিতীয় জামাতে খুতবা দেয়া হবে জার্মানি ভাষায়।
ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী:
প্রথম জামাত : সকাল ৬:৩০ মিনিটে।
দ্বিতীয় জামাত: সকাল ৮:০০ টায়।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী:
বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী:
প্রথম জামাত: সকাল ৮:০০ টায়।
দ্বিতীয় জামাত: সকাল ৯:৩০ মিনিটে।
প্রথম জামাতে নামাজ পড়াবেন হাফেজ মাওলানা মেহেদী হাসান এবং দ্বিতীয় জামাতে নামাজ পড়াবেন মাওলানা জামিল হোসাইন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে পবিত্র ঈদুল আজহার দুইটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত: সকাল ৮:০০ টায়।
দ্বিতীয় জামাত: সকাল ৯:৩০ মিনিটে।
প্রথম জামাতে এই মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়েখ ড.ফারুক আল মাদানী। এই মসজিদে দ্বিতীয় জামাতে নামাজ পড়াবেন ইমাম শায়েখ মহিউদ্দিন মাসুম।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। স্বভাবতই এই মসজিদে ঈদের নামাজের প্রথম জামাতে নামাজ পড়াবেন ইমাম শায়েখ মুমিনুল ইসলাম।
প্রথম জামাত: সকাল ৮:০০ টায়।
দ্বিতীয় জামাত: সকাল ৯:০০ টায়।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশ কমিউনিটির মসজিদ ভিয়েনা মুসলিম সেন্টার মসজিদে ঈদের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটিতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আবু মুসা।
প্রথম জামাত: সকাল ৮:০০ টায়।
দ্বিতীয় জামাত: সকাল ৯:০০।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদীনা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের একটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন
মাওলানা গাজি হাসান।
ঈদের নামাজের জামাত – সকাল ৯:০০ টায়।
Wiener Neustadt (NÖ) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোয়ার অস্ট্রিয়া রাজ্যের ভিনার নয়াস্ট্যাড বাইতুল মুকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হবে।
এই নামাজে ইমামতি করবেন সাবেক বাইতুল মুকাররম মসজিদ ভিয়েনার ইমাম শায়েখ গুলামুর রহমান।
ঈদুল আজহার নামাজ – সকাল: ৮:০০ টায়।
ঠিকানা: Wienerstraße 84, 2700 – Wiener Neustadt, NÖ
তাছাড়াও রাজধানী ভিয়েনায় সহ সমগ্র অস্ট্রিয়ায় বসবাসকারী বিভিন্ন মুসলিম দেশের বিভিন্ন মসজিদে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজের পর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন বিভিন্ন পশুর ফার্মে পশু কুরবানী করবেন। অস্ট্রিয়ায় সাধারণত ঈদের দিন ও পর পর আরও দুই দিন পশু কুরবানী করে থাকেন প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশের মুসলমানরা।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর