ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে বাংলাদেশ শিক্ষক কমিটি জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শাখার সভাপতি তোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক সুনীল বরণ হালদার লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতি জেলার শাখার সহ-সভাপতি সুদেব রায়, মোঃ আমিনুল ইসলাম শিকদার, রিপন কুমার হালদার, সুশীল চন্দ্র মিস্ত্রী, মোঃ কামরুল ইসলাম শরিফ, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও এস এম ওবায়দুল্লাহ আমির, অর্থ সম্পাদক পুতুল কুমার রায়, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি ফখরুল আলম, আশিস মিস্ত্রী, দিলীপ কুমার হালদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুদ করিম, সাধারণ সম্পাদক মোঃ হাসান আহম্মেদ বাবুল প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে গত ১১ জুন থেকে শিক্ষকরা এই দাবিতে মাঠে নেমেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘাট পালন করেছেন। সাড়া দেশের জেলা শহরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করছেন। তাদের এই দাবি ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী পাশ না করা হলে আগামী ১১ জুলাই হতে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বাধন রায়/ইবিটাইমস