স্কুল সমাপনী পরীক্ষায় সুমাইয়া তার ক্লাসের ৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের MS Hanreitergasse স্কুল থেকে সুমাইয়া মিয়া জারা এই সাফল্য অর্জন করেছে। পরিবারে দুই বোনের মধ্যে সুমাইয়া বড়। তার বাবা ইয়াসিম মিয়া বাবু ও মা ফারজানা মিয়া তানি।
ইয়াসিন মিয়া বাবু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সম্প্রচারিত অনলাইন টেলিভিশন ইউরো বাংলা টিভির (E BTV Austria) প্রতিষ্ঠাতা পরিচালক ও টিভির বিভিন্ন ‘টক শো’ এর সঞ্চালক।
ইয়াসিন মিয়া বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বড় মেয়ে সুমাইয়া মিয়া জারার সাফল্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি আরও জানান,তার মেয়ে স্কুল শেষ করে এখন কলেজে ভর্তি হবে এবং তার মেয়ের ইচ্ছে ভবিষ্যতে সে সুযোগ পেলে চিকিৎসা শাস্ত্রে (ডাক্তারী) অধ্যায়ন করতে আগ্রহী। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনিন্দন।
কবির আহমেদ/ইবিটাইমস