ঝালকাঠি জেলার ১২৬জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে এ কে এম হাসেম-মতিয়া শিক্ষা তহবিল থেকে ২০২২ সালে ও এইচ এস সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৬জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং ১৬জনকে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও ২টি গরিব পরিবারে কর্মজীবি নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা তহবিলভূক্ত পরিবারের সদস্য কানাডা প্রবাসী সামিনা মির্জা, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।

সভাপতিত্ব করেন সার্ব দ্যা পিপল এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ ফারুক। অনুষ্ঠান পরিচালনা ও তত্ববধানে ছিলেন এই শিক্ষা তহবিল সংগঠনের সদস্য সচিব মোঃ খলিলুজ্জামান শিহাব।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »