আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসাবে নিজের নাম লিখিয়েছেন আজাদ তালুকদার
আয়ারল্যান্ডের স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের তথ্য লিমরিক কাউন্টি কাউন্সিলের নতুন মেয়র আজাদ তালুকদার পেশায় একজন স্বাধীন ব্যবসায়ী। ২০০৪ সাল থেকে তিনি আয়ারল্যান্ডের স্থানীয় রাজনিতির সাথে জড়িয়ে পরেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্যও তিনি আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটিতে
ব্যাপকভাবে প্রসংশিত।
গত ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আয়ারল্যান্ডের লিমেরিক এলাকা থেকে ফিনেফল পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ডেপুটি মেয়র নির্বাচিত হন।
এবার নির্বাচনে ২০ ভোটের মধ্যে ১৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোট পেয়ে অন্য প্রার্থীকে ৭ ভোটে হারিয়ে বাংলাদেশের কৃতি সন্তান আজাদ তালুকদার মেয়র (কাহার্লক) নির্বাচিত হন।
লিমরিক কাউন্টি কাউন্সিলের যাত্রালগ্ন থেকে অদ্যাবধি কোনো বিদেশি বা অভিবাসী সম্প্রদায়ের কেউ মেয়রের মতো গৌরব জনক আসনটি অলংকৃত করতে সক্ষম হননি। এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন আজাদ তালুকদার।
গত ৮০০ বছর ধরে এই শহরে মেয়র নির্বাচিত হয়ে আসছে আর এই শহরের ৮০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন মুসলমান হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।
আজাদ তালুকদার ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুর জেলায় জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম দেলোয়ার হোসেন তালুকদার। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার বড়। ২০০০ সালে আয়ারল্যান্ড আসেন তিনি।
আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তার এই সাফল্যে অত্যান্ত আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
কবির আহমেদ/ইবিটাইমস