চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে নিলীমা জ্যাকব কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মাস ব্যাপী গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে নিলীমা জ্যাকব কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যদের মধ্যে গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক ইনামুল হক , দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিপ্লব, প্রভাষক কলি খানম, শিক্ষার্থী সারমিন বেগম ও লিমন হোসেন রকি বক্তব্য রাখেন।
এছাড়ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন। সভা শেষে নির্বাচিত গ্রন্থ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস