বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ প্রিয় বন্ধুর সম্মানে “এইতো জীবন মানুষ বাঁচাবো কয়দিন” স্লোগানের প্রবর্তক শিবলু রাজের আয়োজনে ১৯ জুন সোমবার ২০২৩ ইং বার্সেলোনার স্হানীয় মধুর কেন্টিন রেষ্টুরেন্ট এ আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরন নাজমুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডক্টর নজরুল ইসলাম চৌধুরী। “বন্ধুত্বের বন্ধন থাকুক অম্লান” এই মর্মে উপস্হিতি সহ সৌজন্য মুলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা, একে আজাদ দুলাল, শফিকুর রহমান, উত্তম কুমার,খুরশিদ আলম বাদল, শাহ আলম স্বাধীন, শফিক খান, ফয়সাল আহমেদ মোল্লা, বখতিয়ার আহমেদ, আব্দুল আলিম, শাখাওয়াত হোসেন, মোখলেছুর রহমান নাসিম, জাফার হোসাইন, উজ্জল হাসান,মোঃ জামিল হোসেন, সরওয়ার হোসেন হীরন, মহিবুল হাসান খান কয়েস, এ কে আজাদ মোস্তফা,জাহাঙ্গীর আলম, মোক্তার হাসান,রাজিব হোসেন, শফিকুল ইসলাম সুমন, ফিরোজ আলম আকাশ, রাজু গাজী, রেজাউল করিম, আজাদুর রহমান, কামরুল মোহামেদ, মহিউদ্দিন হারুন সহ সাংবাদিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্ধ বন্ধুর সম্মানে মহতি আয়োজনের কর্ণধার শিবলু রাজের প্রতি অভিনন্দন হার্টত্রব শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা বলেন স্বার্থের শেখলে বাধা জীবনে এমন বন্ধুত্ব সত্যই বিরল। এ বন্ধন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজক শিবলু রাজ বলেন সাজিদুর রহমান সোহেলের মত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যপার। শুধু বন্ধু নয় উচ্ছ মন মানসিকতার একজন ভালো সংগঠক। আমার প্রিয় বন্ধু সাজিদুর রহমান সোহেল গাজী সহ স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সকল ব্যবসায়ী ও সংগঠকদের জন্য আমার আজকের এই আয়োজন। ভুল ত্রুটিতে ক্ষমা সুন্দর দৃষ্টি রেখে আশা রাখি আয়োজন সার্থক হবে।
পরিশেষে দুলাল আজাদের প্রানবন্ত বক্তব্য শেষে সভাপতি উপস্হিত সবাইকে অভিনন্দন জানিয়ে নৈশ ভোজন পর্ব শুরু করেন।
স্পেন/ইবিটাইমস