লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে হিন্দু সমাজ সম্মলনীর সার্বিক সহযোগিতায় লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এর উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন বিকেল ৪টায় শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে গণেশ বাবু বাড়ীতে গিয়ে শেষ হয়। আগামী ২৭ জুন গণেশ বাবুর বাড়ী থেকে উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৩ইং বিকেলে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে এসে শেষ হবে।
রথযাত্রা উপলক্ষে ২০ জুন সকাল থেকে মোদন জিউ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের মঙ্গল আরতি, দর্শনা আরতি ও গুরু পুজাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
বিকেল ৪টায় ভার্চুয়ালি রথযাত্রার উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দ, বীরমুক্তিযোদ্বা বাবু অনিল কুমার দাস, সম্মানিত ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, বাবু যুগল কুন্ডু,বাবু মন্টু কুন্ডু,কালীপদ দাস,সেন্টু চন্দ, যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক জয়ন্ত চন্দ পন্টি সহ হিন্দু সম্প্রদায়েরর নেতৃবৃন্দ, সঞ্চালনায় ছিলেন, সুকুমার কর্মকার, সভাপতিত্ব করেন বাদল চন্দ।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস