ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগীতায় দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডিডি এল জি জুয়েল রানা। অতিরিক্ত জেলা (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়াসিন।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন শিবলি অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক কৃষি বিভাগ মোঃ রিয়াজুল্লাহ বাহাদুর, ডাঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা শহিদ ইমাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস