পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দোকন ঘর ভাংচুর সহ মালামাল লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. গাউস শেখ বাদী হয়ে গতকাল দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। আর ওই দোকান ভাংচুর সহ লুটপাটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর সাথে তার চাচা খালেক শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। সেই বিবাদমান জমিতে ওই ব্যবসায়ী ঘর তুলে মুদি ও খাবারের ব্যবসায় করতেন। এ নিয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে একটি নিষেধাজ্ঞা জারি করান। কিন্তু গত শনিবার বিকালে তার চাচাতো ভাই আজিজুলের নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রপ দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুর সহ দোকানের টাকা পয়সা ও মালামাল লুট করে খালে ফেলে দেয়। এ ঘটনায় চাচাতো ভাই আজিজুলকে প্রধান করে ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই হামলার দৃশ দেখে জানা গেছে, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে। এসময় ওই দেকানে থাকা ব্যবসায়ীর স্ত্রী মনজিরা বেগমকে মারধর করে। পরে দোকান ভাংচুর করে তা পাশের খাালে ফেলে দেয়। এ সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া করে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও শেখমাটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন রিন্টু জানান, হামলাকালীদের হামলা ছিলো খুবই ভয়ঙ্কর। তাই ভয়ে সেখানে বাধা দিতে যাই নি।
এ ব্যাপারে অভিযক্তদের সাথে কথা বলতে চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি। তবে অভিযুক্তের মা হামিদা বেগম জানান, ওই জমিটি আমাদের। অভিযোগকারী অন্যায় ভাবে দখল করে আছে। তাই তা দখলমুক্ত করতে আমার ছেলেরা ভেঙ্গে ফেলছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলাটি আমলে নেয়ার প্রক্রিয়া চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস