ঝালকাঠি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, এনডিসি মিলন চাকমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনসহ টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »