ভোলা প্রেসক্লাবে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

ভোলা প্রতিনিধি: বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার কর্মরত সাংবাদিকরা।

ভোলা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১৬ জুন) সন্ধায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে দুবৃত্তদের হাতে খুন হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। সন্ত্রাসীরা নাদিমকে খুন করে সত্য চাপা দেয়ার চেস্টা করেছে। কিন্তু সত্য কোন দিন চাপা থাকে না। তা প্রকাশ পায়। সন্ত্রাসীদের সকল অপকর্ম বিগত দিনে যেমনি  প্রকাশ হয়েছিলো, ভবিষ্যতেও হবে।  সাংবাদিকের কলম কেউ রোধ করতে পারবে না। সন্ত্রাসীদের হুমকি ধামকির চেয়ে  সাংবাদিকদের কলম  আরও বেশী শক্তিশালী।

বক্তারা বলেন, সাংবাদিক সব সময় সত্যের পক্ষে কাজ করেন। সাংবাদিক হত্যা করে কোন সন্ত্রাসী অতিতে কখনই পার পায়নি। এখনও পার পাবে না। তাদের গ্রেপ্তার করতেই হবে। প্রকৃত ঘটনা উদঘাটন করে এর পেছনে যারা ইন্দনদাতা তাদেরও খুজে বের করতে হবে। আজ  সাংবাদিক নাদিমের জন্য সাংবাদিকদের  হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে।  নৃশংস এ ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না, প্রশাসনকে আরো দায়িত্বশীল গতে হবে এবং  সঠিক তদন্ত করে সাংবাদিক হত্যায় জড়িত অপরাধীদের  খুজে বের করে গ্রেপ্তারের দাবী জানান বক্তারা। অন্যাথায় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার কথাও জানান বক্তারা।

ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, এমএ তাহের, এটিএনবাংলা ও দৈনিক ইত্তেফাকের ভোলা প্রতিনিধি এম আহাদ চৌধূরী তুহিন, ভোলা প্রেসক্লাব সম্পাদক আমিতাব অপু,  সময় টিভির স্টাফ রিপের্টার নাসির লিটন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, একাত্তর টিভির কামরুল ইসলাম, কালের কন্ঠের ইকরামুল আলম, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক বর্তমান ভোলা প্রতিনিধি আনোয়ার পারভেজ, সাংবাদিক মনিরুল ইসলাম ও জেলা জুয়েলারি সমিতির সম্পাদক অবিনাশ নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলানিউজের ভোলা প্রতিনিধি ছোটন সাহা, ঢাকা মেইল প্রতিনিধি আকতারুল আলম আকাশ, যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা।

সঞ্চালনা করেন, নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিনের ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান। বক্তারা  দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে আরও বলেন,  সংবাদ প্রকাশের জের ধরে নৃশংস এ হত্যাকান্ড কোন মতেই মেনে নেয়া যায়না।  অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে। একই সাথে ভবিষ্যতে যাতে আর কোন সাংকাদিক হত্যার শিকার না হয় সে জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে সাংবাদিক নাদিম হত্যার কান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভোলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,  বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম ভোলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »