ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: তিনদিন পেরিয়ে গেলেও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলের উপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ভ’ক্তভোগী। এদিকে পুলিশের দাবি জড়িতদের শনাক্ত করে আইনের আইতায় আনার জন্য কাজ চলছে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের মালিতা প্লাজার সামনে তার উপর এই হামলা চালানো হয় বলে তিনি গনমাধ্যম কর্মীদের জানান। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চ ল। চ লের উপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানাতে দেখা গেছে।

হামলার শিকার আনোয়ারুজ্জামান চঞ্চল জানান, ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক ব্যক্তির ইন্ধনে আমার উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সেই দলের পদ-পদবিধারী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে আদৌ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা আবার বোধগম্য হচ্ছে না।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হামলাকারীদের শনাক্ত করতে আমাদের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। অচিরেই হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডেস্ক/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »