ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

ইতালিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য হজ্জ কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২০ সময় দেখুন

ইতালি প্রতিনিধি: ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালী থেকে প্রবাসী বাংলাদেশীরা পবিত্র হ্জ্জ যাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হ্জ্জযাত্রার প্রস্তুতি হিসেবে গত রোববার বাদ আসর রোমের লারগো প্রেনেসটিনার ন্যাশনাল এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় হজ্জযাত্রীদের নিয়ে হজ্জ কর্মশালা।

অনুষ্ঠানের প্রথম পর্বে হাজীদেরকে হজ্জ যাত্রার বিস্তারিত তথ্যনিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে ইমাম মিকাউল হোসেইন হজ্জের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন এবং কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার আয়োজন সহযোগী ন্যাশনাল ট্রাভেলসেএর প্রধান নির্বাহী এ কে জামান বলেন, এখন থেকে ইতালী থেকে ওমরা এবং হ্জ্জ পালনের জন্য লোকাল আরাবিয়ান এজেন্সীদের প্রয়োজন পড়বে না বরং বাংলাদেশী এজেন্সীদের মাধ্যমেই হজ্জ পালনের সব প্রস্ততি সম্পন্ন করা যাবে।

তিনি এসময় উপস্থিত সকলের কাছে হ্জ্জ ভিসা এবং টিকেট কপি তুলে দেন। সাথে হ্জ্জ যাত্রার বর্ননা সম্বলিত লিফলেট বিতরন করা হয়। আয়োজনের অপর সহযোগী ড্রিম মুসলিম জিয়ারাহ এর প্রধান নির্বাহী আশিক মজুমদার বলেন আমাদের সেবামূলক উদ্দেশ্য নিয়ে এই যাত্রা। আমরা ওমরার পাশাপাশি এখন থেকে নিয়মিত হ্জ্জযাত্রীদের সেবা প্রদান করে যাবো। তিনি এই পবিত্র যাত্রায় সকলের কাছে সহযোগীতা কামনা করেন। ২৫ জনের হ্জ্জ ভিসা সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এরপরে উপস্থিত হ্জ্জ যাত্রীদের জন্য উপহার হিসেবে বিশেষ হ্জ্জ প্যাক প্রদান করা হয়। এতে হজ্জের জন্য প্রয়োজনীয় ইহরামে এর কাপড়, তাওয়াফের তাসবীহ, পাথর কুড়ানোর প্যাক, চার্জ ফ্যান, বিশেষ চশমা, ব্যাক প্যাকসহ এপেক্স স্যান্ডেল, হজ্জের নোটবুক, মেসওয়াক, হজ্জের বিশেষ কোমর বেল্ট এবং হ্জ্জ ভিসা সহ বাধাই ফ্রেমসহ অন্যান্য সামগ্রী ছিল।

হ্জ্জ যাত্রী গন এই আয়োজনের জন্য তাদের সন্তষ্টি প্রকাশ করেন। শেষ পর্বে আমন্ত্রিত হজ্জ যাত্রীদেরকে বিভিন্ন আইটেমের বুফেট খাবারের মাধ্যমে সম্মানিত করা হয়।

ইসমাইল হোসেন স্বপন/ইবিটাইমস 

জনপ্রিয়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য হজ্জ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

ইতালি প্রতিনিধি: ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালী থেকে প্রবাসী বাংলাদেশীরা পবিত্র হ্জ্জ যাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হ্জ্জযাত্রার প্রস্তুতি হিসেবে গত রোববার বাদ আসর রোমের লারগো প্রেনেসটিনার ন্যাশনাল এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় হজ্জযাত্রীদের নিয়ে হজ্জ কর্মশালা।

অনুষ্ঠানের প্রথম পর্বে হাজীদেরকে হজ্জ যাত্রার বিস্তারিত তথ্যনিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে ইমাম মিকাউল হোসেইন হজ্জের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন এবং কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার আয়োজন সহযোগী ন্যাশনাল ট্রাভেলসেএর প্রধান নির্বাহী এ কে জামান বলেন, এখন থেকে ইতালী থেকে ওমরা এবং হ্জ্জ পালনের জন্য লোকাল আরাবিয়ান এজেন্সীদের প্রয়োজন পড়বে না বরং বাংলাদেশী এজেন্সীদের মাধ্যমেই হজ্জ পালনের সব প্রস্ততি সম্পন্ন করা যাবে।

তিনি এসময় উপস্থিত সকলের কাছে হ্জ্জ ভিসা এবং টিকেট কপি তুলে দেন। সাথে হ্জ্জ যাত্রার বর্ননা সম্বলিত লিফলেট বিতরন করা হয়। আয়োজনের অপর সহযোগী ড্রিম মুসলিম জিয়ারাহ এর প্রধান নির্বাহী আশিক মজুমদার বলেন আমাদের সেবামূলক উদ্দেশ্য নিয়ে এই যাত্রা। আমরা ওমরার পাশাপাশি এখন থেকে নিয়মিত হ্জ্জযাত্রীদের সেবা প্রদান করে যাবো। তিনি এই পবিত্র যাত্রায় সকলের কাছে সহযোগীতা কামনা করেন। ২৫ জনের হ্জ্জ ভিসা সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এরপরে উপস্থিত হ্জ্জ যাত্রীদের জন্য উপহার হিসেবে বিশেষ হ্জ্জ প্যাক প্রদান করা হয়। এতে হজ্জের জন্য প্রয়োজনীয় ইহরামে এর কাপড়, তাওয়াফের তাসবীহ, পাথর কুড়ানোর প্যাক, চার্জ ফ্যান, বিশেষ চশমা, ব্যাক প্যাকসহ এপেক্স স্যান্ডেল, হজ্জের নোটবুক, মেসওয়াক, হজ্জের বিশেষ কোমর বেল্ট এবং হ্জ্জ ভিসা সহ বাধাই ফ্রেমসহ অন্যান্য সামগ্রী ছিল।

হ্জ্জ যাত্রী গন এই আয়োজনের জন্য তাদের সন্তষ্টি প্রকাশ করেন। শেষ পর্বে আমন্ত্রিত হজ্জ যাত্রীদেরকে বিভিন্ন আইটেমের বুফেট খাবারের মাধ্যমে সম্মানিত করা হয়।

ইসমাইল হোসেন স্বপন/ইবিটাইমস