আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি – চট্টগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ ডেস্কঃ বুধবার (১৪ জুন) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম বিভাগীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি। আওয়ামী লীগকে নির্বাচনে আর বিশ্বাস করা যায় না। অচিরেই এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া হবে।’
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘নতুন বাংলাদেশ নতুন সরকার গঠন করতে হবে। সব মানুষকে এক করতে হবে, সব রাজনৈতিক দলকে এক করতে হবে, সবাইকে নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।’
মার্কিন ভিসা নীতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমেরিকার স্যাংশনে সরকারের হাঁটু কাপতে শুরু করেছে। লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সমানে বলে এ দেশে নাকি গণতন্ত্র আছে। এ দেশে নাকি সুষ্ঠু ভোট হয়। অনেক হয়েছে, আপনি আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছেন। আমাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন। আমরা কোর্টে যেতে পারি না। কোর্টে গেলে, সরাসরি জেলে ঢুকিয়ে দেওয়া হয়। মিথ্যা আর গায়েবি মামলা দিয়ে হাজির করা হয়। এরপর হাইকোর্টে যাই, আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে আবার জেলে পাঠানো হয়। সেটাই শেষ না, জামিন নিয়ে বের হলে আবার মামলা দেওয়া হয়।’
এদিকে সমাবেশকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং খাগড়াছড়ি রাঙামাটি, বান্দরবান নোয়াখালী, কুমিল্লা ফেনীসহ পুরো বিভাগ থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশস্থল কাজীর দেউড়ি মোড় জড়ো হতে শুরু করেন। বিকেল পর্যন্ত পুরো কাজির দেউড়ী এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।
কবির আহমেদ/ইবিটাইমস