অস্ট্রিয়া বিএনপি এই বিক্ষোভ প্রদর্শনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
ইউরোপ ডেস্কঃ বুধবার (১৪ জুন) বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের নেতৃত্বে অস্ট্রিয়া বিএনপি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কয়েক শতাধিক নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
অস্ট্রিয়া থেকে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম নেয়ামুল বশির,মাসুদুর রহমান, আকতারুজ্জামান শিবলী, নাছির উদ্দীন, মামুন হাসান,
শাহাজাদা মোহাম্মদ, হেলাল মিয়া ও তুহিন আহমেদ প্রমুখ।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দফতরের সামনে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এই দুই ঘন্টার বিক্ষোভ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগ দিতে চারদিনের সরকারি সফরে বর্তমানে সুইজারল্যান্ডে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন বুধবার জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে এই বিক্ষোভ করে বিএনপি।
এই বিক্ষোভ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা নেয়ামুল বশির প্রমুখ।
বিক্ষোভ চলাকালীন সময়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিএনপির চেয়ারপার্সন অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,দেশে ভোটের অধিকার ফিরিয়ে পাবার,গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য এই বিক্ষোভ প্রদর্শন।
কবির আহমেদ/ইবিটাইমস