হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পুলিশের বিশেষ অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর মিয়া (৩৫) এবং সজিদ মিয়া (২৫) নামের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, সোমবার গভীর রাত এস আই সনজিত চন্দ্রনাথ এসআই লিটন রায়ের সহযোগিতায় পুলিশের একটি বিশেষ টিম উপজেলার দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর এর বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জাহাঙ্গীরের বসত ঘর ঘেরাও করে জাহাঙ্গীরকে আটক করে। পরে বসতঘর থেকে ৫৩ কেজি গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত গাঁজা গুলো চটের বস্তার ভিতরে ৯টি প্লাস্টিকের ব্যাগে ছিল। যার পরিমাণ ৮টি ব্যাগে ৬ কেজি করে এবং ১ ব্যাগে ৫ কেজি মোট ৫৩ কেজি।
আটককৃত জাহাঙ্গীর উপজেলার দেওরগাছ গ্রামের আঃ হাসিম এর পুত্র।
অপর দিকে মঙ্গলবার ভোর সাড় ৫টায় চুনারুঘাট থানার এসআই লিটন রায় এর নেতৃত্বে একদল পুলিশ রাজার বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি সহ সজিদ নামের এক জনকে আটক করে।এ সময় সিএনজি ড্রাইভার পালিয়ে যায়। আটককৃত সজিদ উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের সজলু মিয়ার পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে ।
ওসি আরো জানান, মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এবং মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস