ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার উপর এই হামলা চালানো হয় বলে তিনি গনমাধ্যমকর্মীদের কাছে জানিয়েছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। চঞ্চলের উপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানাতে দেখা গেছে।
হামলার শিকার মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান চঞ্চল জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করে আসছিলেন। এতে ক্ষমতাসীনদলের একটি মহল তার উপর ক্ষুদ্ধ ছিল। ফেসবুকে তার লেখালেখির কারণে তার উপর এই ন্যাক্কারজনক হামলা বলে তিনি দাবী করেন।
তিনি বলেন, তার ফেসবুক ওয়ালে এ নিয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। সন্দেহ ভাজন হামলাকারীদের ছবি দিয়ে কে এবং কারা তার উপর হামলার সঙ্গে জড়িত তা বিস্তারতি বর্ননা করেছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনাটি দুঃখজনক।
তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত পেয়েছি, যা পুলিশ তদন্তে নেমেছে। অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি উল্লেখ করেন।
ঝিনাইদহ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »