ইতালি থেকে বিশেষ প্রতিনিধি: ইতালির ভেনিসে বর্ণাঢ্য আয়োজনে ভৈরব বাসির উদ্যোগে মেস্ত্রে সান জুলিয়ানো পার্কে ১১ই জুন দুপুর একটা সময় মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক প্রবাসী ভৈরব বাসির অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে লন্ডন, জার্মান, বাংলাদেশ সহ বিভিন্ন প্রভেন্সি থেকে আগত ভৈরবের সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।
আয়োজিত মিলন মেলায় ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন সহ ১২টি ওয়ার্ডের মানুষজন উপস্থিত ছিলেন। এ সময় প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থানে ভৈরব বাসির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল।
যৌথভাবে সোহেল মিয়া ও শহীদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত, শিশু ও মহিলাদের খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
প্রথম পুরস্কার ভেনিস ঢাকা ভেনিস বিমান টিকেট, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার একটি মোবাইল ফোন, চতুর্থ পুরস্কার সাইকেল পঞ্চম পুরস্কার মাক্রোওভেন ও ক্রেস্ট দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয় ।
অংশগ্রহণকারীরা বলেন, কর্মব্যস্ততার মধ্যেও এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ ধরনের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।
মিলন মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস/এম আর