অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি থেকে এই বছর ৩৩ জন পবিত্র হজে যাচ্ছেন

ইউরোপ ডেস্কঃ রবিবার (১১ জুন) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ভিয়েনার বয়স্কদের খেলাধূলা বিষয়ক সংগঠন বিডি স্পোর্টস এন্ড ফান (বিডিএসএফ) এর উদ্যোগে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি থেকে এই বছর হজ গমন ইচ্ছুক যাত্রীদের এক সংবর্ধনা দেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বিডিএসএফ এর সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া। সংবর্ধনা অনুষ্ঠানে হজ যাত্রীদের হজব্রত পালনের তথ্যাবলী সম্পর্কিত বই বিতরন ও সংক্ষিপ্ত ওয়াজ মাহফিলেের আয়োজন করা হয়।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের সন্মানিত ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন এবং প্রত্যেক সংক্ষিপ্ত ওয়াজ নসিহত করেন। উল্লেখ্য এই বছর ভিয়েনা থেকে ৩৩ জন হজ যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে আগামী ১৬ জুন শুক্রবার ভিয়েনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া এবং বিডিএসএফ এর সহ-সভাপতি মাসুদুর রহমান, উপদেষ্টা খন্দকার শাহেদ, উপদেষ্টা সেলিম রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য ফাইজুল হক, ক্রীড়া সম্পাদক আজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম , সদস্য সরকার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর



























