ভিয়েনা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুেত আরও ৪ জনের প্রাণহানি হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ

লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ১৭ সময় দেখুন

ঢাকায় পুলিশের বাধায় বিদ্যুৎ ভবনে যেতে পারেননি বিএনপির নেতারা

বাংলাদেশ ডেস্কঃ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল দলটির। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত সেখানে অবস্থান নিতে পারেননি বিএনপি নেতারা। পরে স্মারকলিপি দিয়ে ফিরে আসেন তারা।

বৃহস্পতিবার (৮ জুন) দ‌ুপুরে মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে নয়াপল্টন অফিসের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু, মিছিলটি আরামবাগে নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে আর এগোতে পারেনি। পরে ঢাকা জেলা বিএনপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপ-পরিচালক মমতাজ পারভিনের কাছে স্মারকলিপি দিয়ে ফিরে আসে।

এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি চাপের কাছে তিনি মাথা নত করবেন না। তাকে কিন্তু দেশের জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার। সীমান্তে যখন আমাদের দেশের মানুষকে গুলি করে মারে, তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট আছে। তার মধ্যে শুধু ৪৯টি কোনোরকম চালু থাকলেও ১০৫টি প্রায় বন্ধ হয়ে আছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ।

তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ঢাকায় পুলিশের বাধায় বিদ্যুৎ ভবনে যেতে পারেননি বিএনপির নেতারা

বাংলাদেশ ডেস্কঃ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল দলটির। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত সেখানে অবস্থান নিতে পারেননি বিএনপি নেতারা। পরে স্মারকলিপি দিয়ে ফিরে আসেন তারা।

বৃহস্পতিবার (৮ জুন) দ‌ুপুরে মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে নয়াপল্টন অফিসের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু, মিছিলটি আরামবাগে নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে আর এগোতে পারেনি। পরে ঢাকা জেলা বিএনপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপ-পরিচালক মমতাজ পারভিনের কাছে স্মারকলিপি দিয়ে ফিরে আসে।

এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি চাপের কাছে তিনি মাথা নত করবেন না। তাকে কিন্তু দেশের জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার। সীমান্তে যখন আমাদের দেশের মানুষকে গুলি করে মারে, তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট আছে। তার মধ্যে শুধু ৪৯টি কোনোরকম চালু থাকলেও ১০৫টি প্রায় বন্ধ হয়ে আছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ।

তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস