চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সাইফুল ইসলাম শামীম(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চরফ্যাসন-বেতুয়া সড়কের মাজুর দোকান এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত যুবক জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে।
স্বজনরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক সাইফুল ইসলাম চরফ্যাসন সদর থেকে বেতুয়া ল ঘাটের দিকে যাচ্ছিলেন। তার দ্রæতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। পথচারীরা অন্ধকার সড়কে গুরুতর আহত সংঙ্গাহীন অবস্থায় যুবককে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা নেয়ার পথে পার্শ্ববর্তী উপজেলা লালমোহন এলাকায় রাত ৯ টায় তিনি মারা যান।
চরফ্যাসন থানার ওসি মোরাদ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস