অস্ট্রিয়ায় ঈদুল ফিতর উদযাপিত

অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (২১ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ভিয়েনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এখানে ঈদের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ভালো থাকায় রেকর্ড সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। দুই জামাতে আনুমানিক প্রায় ২০,০০০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

আমাদের অস্ট্রিয়া প্রতিনিধি জানান, আবহাওয়া ভালো থাকায় লোকজন দানিউব নদীর (Donau) বিস্তৃত পাড়ে নামাজ আদায় করেন। এখানে উল্লেখ্য যে, ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে মাইক ব্যবহার করার অনুমতি থাকায় লোকজন অনেক দূর থেকেও খুতবা শুনতে পেয়েছেন। ভিয়েনা রাজ্য প্রশাসন,পুলিশ প্রশাসন ও অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদেও অত্যন্ত উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় প্রতিটি মসজিদেই
একাধিক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশী মসজিদ সমূহের মধ্যে ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাইতুল মোকাররম মসজিদে ২ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ১ম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মেহেদি হাসান। এই জামাতে অংশ গ্রহন করেন  ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সম্মানিত চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান। তাছাড়াও দূতাবাস থেকে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর তারাজুল ইসলাম, কাউন্সিলর ও দূতালয় অফিস প্রধান তানবীর আহমেদ তরফদার এবং অফিসার জুবায়দুল হক চৌধুরী।

খুৎবা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মানিত চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান। তিনি অস্ট্রিয়া প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও অস্ট্রিয়ার সুখ এবং সমৃদ্ধি কামনা করেন।

এছাড়াও অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির, মসজিদের সভাপতি আক্তার হোসেন, মসজিদের প্রাক্তন সভাপতি আবিদ হোসেন খান তপন, সাইফুল ইসলাম জসিম, ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান।

এছাড়া ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে সবচেয়ে বেশী প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। এখানে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আনুমানিক ৮০০ শতাধিক প্রবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন।

বায়তুল মামুর ভিয়েনা ১০ এ ঈদের তিনটি জামাতের প্রথমটিতে ইমামতি করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ডক্টর মোহাম্মদ ফারুক আল মাদানী। তিনি বাংলা ও জার্মানি ভাষায় খুতবায় এক মাস সিয়াম সাধনার পর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার ওপর যে তাওয়াক্কুল বা ঈমানী শক্তি বৃদ্ধি পায়,তা বাকী ১১ মাস ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি খুতবায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য দোয়া করেন। তাছাড়াও তিনি সম্প্রতি বাংলাদেশে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে তার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। এই মসজিদে দ্বিতীয় জামাতে ইমামতি করেন শায়খ মুহিউদ্দিন মাসুম এবং তৃতীয় জামাতে ইমামতি করেন শায়খ সায়েদুর রহমান আজহারি।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যান্য মসজিদ সমূহেও বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। অন্যান্য মসজিদ সমূহের মধ্যে
বায়তুল মামুর মসজিদ ভিয়েনা ২০ এবং নূরে মদীনা মসজিদ ভিয়েনা।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »