সৌদি আরবে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

সৌদি আরবে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে এ বছর রমাদান মাস ২৯ দিনে শেষ হল। অস্ট্রিয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্কঃ “তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম” ইনশাআল্লাহ আগামীকাল ১ শাওয়াল শুক্রবার অস্ট্রিয়ার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচী:

Vienna International Islamic Center: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রথম ও প্রধান ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ডোনাও নদীর পাড়ে অবস্থিত এই কেন্দ্রীয় মসজিদে। এখানে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে।

● প্রথম জামাত সকাল ৭ টায়,যার খুতবা দেয়া হবে আরবী ভাষায়।
● দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে,যার খুতবা দেয়া হবে জার্মানি ভাষায়।

এই দুই জামাতে আবহাওয়া ভালো থাকলে প্রায় ১৫ থেকে ২০ হাজার মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী:

বায়তুল মোকাররম মসজিদ, ভিয়েনা: ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদ ভিয়েনায় ঈদের দিন দুইটি জামাত অনুষ্ঠিত হবে।

● এখানে ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ০৮ : ৩০ মিনিটে, এতে নামাজ পড়াবেন হাফেজ মাওলানা মেহেদি হাসান এবং

●দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০ মিনিটে, এতে নামাজ পড়াবেন মাওলানা মোঃ জামিল হোসাইন।

বায়তুল মামুর মসজিদ ভিয়েনা – ১০ ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বেশী মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এখানে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

● সকাল ৮ টায় প্রথম জামাতে ইমামতি করবেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.মোহাম্মদ ফারুক আল মাদানী।
● এই মসজিদে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ০৯:৩০ মিনিটে। এই দ্বিতীয় জামাতে নামাজ পরাবেন শায়খ মুহিউদ্দিন মাসুম।

●  এই মসজিদে ঈদের তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ – ৩০ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন শায়খ সায়েদুর রহমান আজহারী।

বায়তুল মামুর মসজিদ ভিয়েনা – ২০ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর ২০ মসজিদে ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে।

● এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং

● দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

নূরে মদিনা মসজিদ ভিয়েনা: ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা মসজিদে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

Wiener Neustadt: ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া রাজ্যের Wiener Neustadt শহরে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ বায়তুল মোকাররম নয়াস্টাডথ – এ পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে।

তাছাড়াও ভিয়েনার বিভিন্ন তুর্কী ও আরবী মসজিদ সমূহে এবং এশিয়ান ইসলামিক কমিউনিটির অধীনস্থ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন মসজিদ সমূহে সকালের প্রথম প্রহরেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে আমাদের সকল সহকর্মী,টেকনিক্যাল টিম, সন্মানিত পাঠক এবং বিজ্ঞাপন দাতা ও শুভাকান্খীদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »