ব্যুরো চিফ বার্সেলোনাঃ স্পেন সহ মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার লক্ষে স্পেন এর সান্তা কলোমায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ১৯ এপ্রিল ২০২৩ ইংরেজী বুধবার সান্তাকলোমার স্হানীয় হল রোমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়।
মোশারফ বেপারীর পরিচালনায় শান্তাকলোমা কমিউনিটি ব্যক্তিবর্গের তত্বাবধানে অনুষ্টান এ সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন ।অতিথী হিসাবে উপস্হিত ছিলেন ই আর সি সান্তা কলোমার সভাপতি এন্জেল স্কেয়ারদরেস,শাহ আলম স্বাধীন সহ সামাজিক সাংগঠনিক রাজনৈতীক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
রোজার গুরুত্ব ও ইসলামের ভাতৃত্বের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম বাদল,মোখলেছুর রহমান নাসিম,নজরুল ইসলাম,আবুল কালাম আজাদ, মনির হোসেন,নীরু তালুকদার,একে আজাদ মোস্তফা,নাজমা রহমান,শামসুন নাহার রেনু প্রমুখ।
বক্তারা বলেন ইবাদত ও সিয়াম সাধনার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব।
ইফতার পূর্ববর্তী কোরআন থেকে তেলাওয়াত সহ মোনাজাত পরিচালনা করেন মৌলানা দবিরুল ইসলাম।
পরিশেষে সভাপতি মহান রাব্বুল আলামীন এর শুকরিয়া গোঁজার পূর্বক উপস্হিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সমাপ্তি টানেন।
মহিউদ্দিন হারুন/ইবিটাইমস