চাঁদ দেখার ওপর ভিত্তি করে শুক্রবার অথবা শনিবার অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মূলত মুসলমানদের বেশী বসবাস
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় প্রায় দুই লাখের ওপরে অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের মুসলমানদের বসবাস। ফলে রাজধানী ভিয়েনায় গড়ে উঠেছে অসংখ্য মসজিদ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামীকাল শুক্রবার অথবা শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ আল ফিতর (ঈদুল ফিতর)। ফলে ঈদের জামাতের ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভিয়েনার মসজিদ সমূহ।
অস্ট্রিয়ায় মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এখানে ঈদের দিন দুইটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়,যার খুতবা দেওয়া হবে আরবীতে। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে,যার খুতবা দেওয়া হবে জার্মানি ভাষায়।
ঈদুল ফিতরের দিন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একাধিক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নিম্নে কখন কোন মসজিদে সকাল কয়টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে তা নিম্নে আলোচনা করা হল।
ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মোকাররম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ০৮ : ৩০ মিনিটে , এতে নামাজ পড়াবেন হাফেজ মাওলানা মেহেদি হাসান এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০ মিনিটে, এতে নামাজ পড়াবেন মাওলানা মোঃ জামিল হোসাইন।
ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল ৮ টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে নামাজ পড়াবেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.মোহাম্মদ ফারুক আল মাদানী।
এই মসজিদে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ০৯:৩০ মিনিটে। এই দ্বিতীয় জামাতে নামাজ পরাবেন শায়খ মুহিউদ্দিন মাসুম। আর এই মসজিদে ঈদের তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ – ৩০ মিনিটে।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর ২০ মসজিদে ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নূরে মদিনা মসজিদে ঈদের দিন একটাই জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া রাজ্যের Wiener Neustadt শহরে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ বায়তুল মোকাররম নয়াস্টাডথ – এ পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে।
তাছাড়াও ভিয়েনার বিভিন্ন তুর্কী ও আরবী মসজিদ সমূহে এবং এশিয়ান ইসলামিক কমিউনিটির অধীনস্থ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন মসজিদ সমূহে সকালের প্রথম প্রহরেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর