জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ২০২৩-২৪ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও বাৎসরিক গেট টুগেদার অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ইউরোপ ডেস্কঃ গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একটি রেস্টুরেন্টে জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার নতুন কমিটি এক
জাঁকজমক অভিষেক অনুষ্ঠান ও বাৎসরিক গেট টুগেদার সম্পন্ন করেছে। এই অভিষেক ও বাৎসরিক গেট টুগেদার অনুষ্ঠানে জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার নিমন্ত্রণে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই জাঁকজমক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বপরিবারে উপস্থিত ছিলেন ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমদ। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার সভাপতি আবু সাঈদ চৌধুরী লিটন এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ আহমদ। অবশ্য মাঝে মধ্যে সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ আনিসুজ্জামানও অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির ভাষনে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমদ বলেন, জালালাবাদ অস্ট্রিয়া সমিতি তাদের নতুন কমিটির অভিষেক ও বাৎসরিক গেট টুগেদার অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকেও একত্রিত করে কমিউনিটিতে নিজেদের মধ্যে সৌহার্দ্যের এক নজির স্থাপন করেছে। তিনি কিছু সময় সিলেটের আঞ্চলিক ভাষায় তার সিলেটের শিশু,কৈশোর ও কলেজ জীবনের কিছু স্মৃতি রোমঞ্চ করেন। তিনি তাকে প্রধান অতিথি করায় জালালাবাদ সমিতির কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম খন্দকার হাফিজুর রহমান নাসিম, জান্নাতুল ফরহাদ, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম কবির, মাসুদুর রহমান মাসুদ, কবির আহমেদ, আক্তারুজ্জামান শিবলী,শায়খ আবদুস সাত্তার এবং জাফর ইকবাল বাবলু প্রমুখ।
জালালাবাদ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি আবু সাঈদ চৌধুরী লিটন অভিষেক অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে প্রধান অতিথি সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। জালালাবাদ অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে অতিথিদের WOK TIME RESTAURANT এর বুফেটে আপ্যায়ন করা হয়।
এখানে উল্লেখ্য যে,গত বছর ১১ই ডিসেম্বর ভিয়েনার একটি অভিজাত রেস্টুরেন্টে অস্ট্রিয়ার সিলেটি প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ২০২৩ ও২০২৪ সালের কার্যবর্ষের একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা আছেন তারা হলেন যথাক্রমে,
সভাপতি: আবু সাঈদ চৌধুরী লিটন, সহ সভাপতি: ময়নুল ইসলাম(আওলাদ), সহ-সভাপতি: ওসিউর রহমান, সাধারন সম্পাদক: হাফেজ জাহেদ আহমেদ,
সহ সাধারণ সম্পাদক: শাহ শরীফ উদ্দিন জাকি, সাংগঠনিক সম্পাদক: আশরাফুল হক, কোষাধ্যক্ষ: জুয়েল খান, সহ কোষাধ্যক্ষ: সাকিল চোধুরী সাংস্কৃতিক সম্পাদক: সোহেল আহমেদ, ক্রীড়া সম্পাদক: রিয়াজ তালুকদার, সম্মানিত সদস্য : এমদাদ রহমান, সম্মানিত সদস্য : মাসুম আহমদ,সম্মানিত সদস্য : সোহেল চৌধুরী
জালালাবাদ সমিতি অস্ট্রিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকেই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আত্মনিয়োগ করে সকলের সেবায় কাজ করে আসছে। জালালাবাদ সমিতি অস্ট্রিয়া একটি বহুমুখী আঞ্চলিক সংগঠন। এই সমিতিতে রয়েছেন কবি সাহিত্যিক, লেখক, কলামিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক, বাউল শিল্পীসহ বিভিন্ন গুণীজন।
কবির আহমেদ/ইবিটাইমস