ঝালকাঠি প্রতিনিধিঃ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সভাপতিত্বে দীর্ঘদিন পর ঝালকাঠি সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড় ১১ টায় পরিচালনা পরিষদের সভায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মাঃ শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ পরিচালনা পরিষদের সদস্য প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সমাজসবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় চিকিৎসা সেবা অবকাঠামাগত উন্নয়ন, সংস্কার ও চিকিৎসা সেবার মান উন্নয়ন বিষয়ে আলাচনা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বর্তমান হাসপাতালে চিকিৎসক সংকট তুল ধরা হয়েছে এবং হাসপাতাল পদ অনুযায়ী চিকিৎসক সংকট পূরনে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর সহযোগীতা চাওয়া হয়েছে।
সভায় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ডাক্তার সংকট পূরণে জন্য আন্তরিক ভাবে পদক্ষেপ গ্রহণের অঙ্গিকার করে বলেছেন, বর্তমান সরকার ধাপে ধাপে চিকিৎসক নিয়োগ দিয়ে যাচ্ছেন কিন্তু কি এক শ্রেণির চিকিৎসকরা জেলা ও উপজেলা পর্যায় থেকে নানা অজুহাত দেখিয়ে ঢাকা বরিশাল সহ বড় বড় শহর এলাকায় পাড়ি জমাচ্ছে। তাদের এই মনোভাবকে পরিবর্তন করে মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার পূরন করতে হবে।
অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইয়ুথ এ্যাকশন সোসাইটি (ইয়াস) এর ৩য় বাষিকী উপলক্ষ্যে শিতার্থদের মেধ্য শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন ক্ষেত্রে অসামন্য ভূমিকার জন্য ৪জনকে সম্মানা প্রদান, সেলাই মশিন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কুইজ প্রতিযাগীতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। উপজেলা চত্বরে এ উপলেক্ষ্য দিনব্যাপী বিনামূলে স্বাস্যসেবা প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মাঃ শাহ আলম, সদর উপজলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপজলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবির হোসেন রানা।
প্রধান অতিথির বক্তেব্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য সেবার মনোভাব নিয়ে এগিয়প আসলে মানুষ আরও উপকৃত হয় । সরকার এই ধরণের সংগঠনগুলিকপ সমাজ সেবার আওতায় এনে তাদের এই ধরণের কর্মকান্ড পরিচালনায় সহযোগীতা করেছে এবং সমাজের বিত্তবানরা এই সকল সংগঠনের কর্মকান্ডে এগিয়ে আসলে মানুষের কষ্ট লাঘব হবে।
বাধন রায়/ইবিটাইমস