ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় কৃষি ব্যাংক সহ ১৭টি ব্যাংক ২০২২-২৩ অর্থবছরর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২২০ কোটি ৯০ লাখ ৭৫ টাকার মধ্য ১ম ৬ মাস ৮৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে । ৬ হাজার ৯৪২জনকে এই ঋণ দেয়া হয়েছে। ঋণ বিতরণের হার বার্ষিক লক্ষমাত্রার বিপরীতে ৩৮%। এর মধ্যে শস্যখাতে ১৪ কোটি টাকা, মৎস্য খাতে ১ কোটি ৮১ লাখ ৯৪ হাজার টাকা, প্রাণী সম্পদ খাতে ১ কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকা, সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ৭ লাখ ৪২ হাজার টাকা, দারিদ্র বিমোচন খাতে ৬১ লাখ ৭৬ হাজার টাকা ও অন্যান্য খাত ৫ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা এবং ৪% সুদ মসলা ও তেল জাতীয় খাতে ৫ লাখ ৫০ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও তফসিলভুক্ত ব্যাংকের বাইরে কর্মসংস্থান ব্যাংক ১৭৪জনক ৩ কোটি ৫১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
কৃষি ব্যাংক সর্বাধিক ৬৮ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকা, সোনালী ব্যাংক ৩ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকা, অগ্রনী ব্যাংক ২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা, জনতা ব্যাংক ৯৭ লাখ ২৮ হাজার টাকা, রুপালী ব্যাংক ১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক ১১ লাখ টাকা, উত্তরা ব্যাংক ২৭ কোটি ৫০ লাখ টাকা, ইসলামি ব্যাংক ২ কাটি ১১ লাখ ৮৩ হাজার টাকা, আল আরাফা ব্যাংক ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা, পুবালী ব্যাংক ২৬ লাখ টাকা, ব্রাক ব্যাংক ৩৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ৫৯ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৩০ লাখ টাকা, আইএফ আইসি ব্যাংক ১৫ লাখ টাকা, এসআইবিএল ব্যাংক ৩৫ লাখ ৩৪ হাজার টাকা ইউসিবিএল ১ লাখ টাকা ও ডিবিবিএল ব্যাংক ২২ লাখ টাকা ঋণ বিতরণ করছে ।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে জেলা কৃষি ঋণ কমিটির সভায় এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে। ৪% সুদ তল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের ক্ষেত্রে ঋণ বিতরণের হার এবং দুগ্ধ উৎপাদন ৫% সুদ ঋণ বিতরণের হার কম হওয়ায় সভায় জেলা প্রশাসক এই খাতে ঋণ বিতরণের তাগিদ প্রদান করেন।
বাধন রায়/ইবিটাইমস