ময়মনসিংহ প্রতিনিধি: হাসপাতাল ও বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে প্রিজম বাংলাদেশ লিমিটেডের প্ল্যান্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর শম্ভূগঞ্জ চর ঈশ্বরদিয়া ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্লান্ট নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিটি মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু।
এসময় সিটি মেয়র জানান, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও হাসপাতাল ও গৃহস্থালি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
ডেস্ক/ইবিটাইমস/আরএস